Online Bangla News
বাংলাদেশ

ঝড়ে স্পিডবোট উল্টে শিশুসহ নিহত ২

কালবৈশাখি ঝড়ে চট্টগ্রামের সন্দ্বীপে স্পিডবোট উল্টে শিশুসহ দুজন নিহত হয়েছেন।

বুধবার (২০ এপ্রিল) সকালে উপজেলার গুপ্তছড়া ঘাটে সন্দ্বীপ চ্যানেলে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে; তার নাম আনিকা (১৪)। তার বাড়ি সন্দীপের মগধরা এলাকায়।

জানা যায়, স্পিডবোটে ২০ যাত্রী ছিলেন। সকালে হঠাৎ করেই কালবৈশাখি ঝড় শুরু হয়; এর সঙ্গে ছিল তীব্র বাতাস। ঝড়ে সন্দ্বীপের কূলে গুপ্তছড়াঘাট থেকে কুমিরাঘাটে যাওয়ার সময় হঠাৎ করেই স্পিডবোটটি ডুবে গেছে। এ সময় ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো ২-৩ জন নিখোঁজ রয়েছেন।

কুমিরা নৌপুলিশের ইনচার্জ একরামুল্লাহ বলেন, এ ঘটনায় নিহত কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সন্দ্বীপ হাসপাতালে নেওয়ার পর আরও একটি কন্যাশিশুর মৃত্যু হয়।

নিহত আনিকার স্বজন জানান, সন্দ্বীপ থেকে কুমিরাঘাটের দিকে যাওয়া জন্য স্পিডবোটে উঠেছিলেন তারা। এ দুর্ঘটনায় আনিকার লাশ উদ্ধার করা হয়েছে। বাকিরা এখনো নিখোঁজ বলে জানান তিনি।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. জাহিদ জানান, কয়েকজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড।

 

 

 

 

 

আরো পড়ুন

বাবার কোলে গুলিতে শিশু নিহত: ১৭ আসামি,৩ জন গ্রেপ্তার

admin

সুইডেনে কোরআন পোড়ানোয় বাংলাদেশের তীব্র নিন্দা

admin

পাল্টে যাচ্ছে রাজধানীর বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা

admin